Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক ফিরোজের কথায় রাজীবের অ্যালবাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:২৫ পিএম

আশিক বন্ধু : তিন বছর পর মিশ্র অ্যালবামে ফিরছেন সঙ্গীত পরিচালক রাজীব হোসেন। নিজস্ব স্টুডিওতে গানগুলোর সুর সঙ্গীতায়োজনের কাজ চলছে। অ্যালবামের সবগুলো গান লিখছেন তারেক ফিরোজ। আগামী মাসে অ্যালবামের নাম ঠিক করা হবে। তবে এরইমধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। সবগানের কাজ শেষ হলে অ্যালবামটি নতুন বছরের শুরুতে প্রকাশ করা হবে। অ্যালবামটি সম্পর্কে রাজীব বলেন, ‘এবারের অ্যালবাম বিভিন্ন ধারার গান থাকছে। শ্রোতাদের মন-মেজাজ বুঝে গানগুলো তৈরি করেছি। এর আগে ২৭টি মিশ্র অ্যালবামে সুরারোপ ও সঙ্গীতায়োজন করেছি। নতুন অ্যালবামটিতে জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি কয়েকজন সম্ভাবনাময় শিল্পী গান করবেন।’ রাজীবের সঙ্গীত পরিচালনায় সর্বশেষ অ্যালবাম ‘ইটস অনলি লাভ’ প্রকাশিত হয় ২০১৪ সালে। তার সুরে প্রকাশিত গানের মধ্যে রয়েছে ফাহমিদা নবীর ‘আমি আকাশ হবো’, বাপ্পা মজুমদারের ‘দূরের মেঘে’ ও এসআই টুটুলের ‘বড় একলা একলা লাগে’। তার সুরে আরো কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর, হাসান আবিদুর রেজা জুয়েল, খালিদসহ অনেক গুণীশিল্পী। ২০১৫ সালে আসে রাজীবের কণ্ঠে একক অ্যালবাম ‘বলনারে তুই’। এছাড়া ‘অহেতুক’ শিরোনামে একটি ব্যান্ড গড়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ