Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় কলারোয়া উপজেলা কৃষকদলের সভাপতি কারাগারে

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আলোচিত তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কলারোয়া উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার মামলার জামিনের আবেদন জানালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জোয়ার্দার আমিরুল ইসলাম তার জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত উলেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ধর্ষনের শিকার এক মহিলাকে দেখতে কলারোয়ায় যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস দিয়ে রাস্তা আটকে দিয়ে তার গাড়ী বহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা। এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও সে সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম, যুবদল নেতা আশরাফসহ ২৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ