Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমার বিশ্বজিতের নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:২১ পিএম

বিনোদন ডেস্ক : অনেকদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘তুমিহীনা’। অডিও’র পাশাপাশি এর ভিডিওটিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। ভিডিওতে দেখা গেছে শিল্পী কুমার বিশ্বজিতকেই। মডেল হিসেবে আরো রয়েছেন তৌহিদা শ্রাবণ্য ও আজাদ। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। বাংলাদেশের অন্যমত মোবাইল এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেডের প্রযোজনায় গানটি প্রকাশিত হয়েছে। আজব কারখানার ব্যানারে স¤প্রতি বর্ণ চক্রবর্তীর নির্দেশনায় গাজীপুরের জিন্দা পার্কে ভিডিওটির চিত্রায়ন হয়। গল্পনির্ভর এই ভিডিওটি গত বৃহ¯পতিবার প্রকাশিত হয় গানবক্স মিউজিক অ্যাপ ও তাদের ইউটিউব চ্যানেলে। কুমার বিশ্বজিৎ বলেন, গানটি এমনিতেই অনেক সুন্দর। তবে ভিডিওটি দেখার পর মনে হলো ষোলকলা পূর্ণ হলো। আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, শ্রাবণ্য-আজাদ ছাড়াও কুমার বিশ্বজিতের মতো একজন কিংবদন্তী শিল্পী এই মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। এমন একটি মিউজিক ভিডিও দর্শক ও শ্রোতাদের উপহার দিতে পেরে আমরা আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ