Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় চুনতিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

লোহাগাড়া(চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৪:৪৬ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার লোহাগাড়ার চুনতিতে হাইওয়ে রাস্তা পার হতে গিয়ে দ্রতগামী মালবাহী পিক-আপের ধাক্কায় প্রাণ হারালো সাইফুল ইসলাম (২২) নামে এক ব্যবসায়ী।

বুধবার (১জুন) সকাল ১১টা ৩০ মিনিট উপজেলার চুনতি ডাকবাংলো নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি জানান নিহত সাইফুল চুনতি আদর্শ পাড়ার বজল আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী মতিউর রহমান ও আব্দুর রহমান বলেন, নিহত সাইফুল ইসলাম চুনতি বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ডাকবাংলো এলাকায় এসে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রতগামী একটি পিকআপ চাপা দিলে মহাসড়ক থেকে ছিড়কে পড়ে যায়। পিকআপ চালক মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয়বার চাপা দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকছুদ বলেন, দূর্ঘটনা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি।পিক-আপ গাড়িটি দোহাজারী থানার হেফাজতে আছে। লাশ পরিবারের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ