Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই জাতীয় উদ্যানে সোনালী রঙের বিরল প্রজাতীর অজগর অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৩:০৯ পিএম

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হল বিরলপ্রজাতীর সোনালী রঙের অজগর সাপ। বুধবার(১ জুন) বেলা সাড়ে ১২টা বাজে কাপ্তাই ন্যাশনাল পার্কে বন বিভাগ এটি অবমুক্ত করে।এটির দৈঘ্য ১৮ফুট ওজন ২২কেজি। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান কার্গোটলির নিচে বসতঘরে মুরগি খেতে এসে এটি জনতার হাতে আটক হয়। পরে আমাদের খবর দিলে সাপটি উদ্বার করি।এবং রাঙামাটির বন সংরক্ষক মো.সুবেদার ইসলামের অনুমতিক্রমে এবং দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান(ডিএফও) নির্দেশক্রমে অবমুক্ত করা হয়।এসময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও কাপ্তাই রেঞ্জের বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই রঙের আরোও একটি সোনালী অজগর গত দু'মাস আগে আবমুক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ