Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে ৪’শ ৩৩জন বিএনপির নেতাকর্মীর নামে থানায় মামলা, গ্রেফতার-৩

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৯:৫২ পিএম

বগুড়ার গাবতলীতে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপিসাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সর্বমোট ৪’শ ৩৩জন বিএনপির নেতাকর্মীদের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৩১মে মঙ্গলবার গাবতলী মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার।

পুলিশ এ মামলায় এজাহারভূক্ত তিনজনকে গ্রেফতার করে ৩১মে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, গাবতলী পৌরসভাধীন পূর্বপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আবু জাফর (৩৩) ও হাবিবুল্লাহ আকন্দ (২৯) এবং গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি দড়িপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বাবু মিয়া (৪৫)।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার ৩১মে মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে প্রধান করে ১’শ ৩৩জনের নাম উল্লেখ করে এবং ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাত বলে মডেল থানায় বাংলাদেশ দন্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩৩।

উল্লেখ্য, মহিলাদলের নেত্রী সুরাইয়া জেরিন রনি বিএনপির এক সম্মেলনে প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন বক্তব্য দেয়। এরই প্রতিবাদে গত ৩০ মে উপজেলা আ.লীগের উদ্যোগে গাবতলী পৌর সদরে এক বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বিএনপি-আ’লীগের সংঘর্ষ বেঁধে গেলে মামলার বাদীর স্ত্রী আছমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুরুতর আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ