বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান মিয়া (৬) ও আফরোজা বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামে। নিহত শিশু সোহান উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে ও আফরোজা বেগম একই ইউনিয়নের বাশতলা গ্রামের আবুল হোসেনের কন্যা।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সোহান তার মায়ের সঙ্গে নানার বাড়ী বাশতলা গ্রামের আহমদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দুজনে পরস্পরে মামাতো ও ফুফাতো ভাই বোন। বিকেলে ৪টার দিকে দুইজন বাড়ির আঙ্গিনায় খেলাধুলায় মগ্ন ছিল। ৫টার দিকে সোহান ও আফরোজাকে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে বাড়ির লোকজন বসত ঘর সংলগ্ন পূর্বদিকের পুকুরে শিশু দুইটির ভাসমান মৃতদেহ দেখতে পায়। সকলের অগোচরে পানিতে পরে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ দুইটি উদ্ধার করে তাদের পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।