রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড়ে বোরো ধান কাটার ভরা মৌসুমেও বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২০০-৫০০ টাকা পর্যন্ত। অন্যান্য নিত্য পণ্যের সাথে পাল্লা দিয়ে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। মোকামে চাল সংকট না থাকলেও দাম বেশি নেওয়ার কারণ জানেননা চাল ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার পঞ্চগড় বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের মধ্যে গুঠি স্বর্ণা সেদ্ধ ৫০ কেজি চালের বস্তাপ্রতি ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৩৫০ টাকা, স্বর্না পাইজাম সেদ্ধ চাল সাড়ে ৪০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ টাকা, আঠাইশ বস্তায় ২০০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা, উনত্রিশ ২০০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা, মিনিকেট বস্তায় ২০০ টাকা, কাঠারী আতপ বস্তায় ২০০ টাকা দাম বেড়েছে। পাইকারি চালের বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে ছয়-আট টাকা।
চালের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রচুর মজুত থাকা সত্ত্বেও ১০-১৫ দিনের ব্যবধানে ৫০ কেজির বস্তা চালের দাম ২০০-৪০০ টাকা বাড়িয়েছেন মিলাররা। সব ধরনের চাল আগের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে আমাদের। এজন্য আমরাও বাড়তি দামে বিক্রি করছি।
বিভিন্ন এলাকা থেকে বাজার করতে আসা নুর নবী, সোহেল রানা, আব্দুর রহিমের সাথে কথা হলে বলেন, ভোগ্যপন্যের এমন কোন জিনিস নাই যে দাম বাড়েনি। তবে শেষে চালের দামও বাড়ল কেজিতে ৫-৮ টাকা। এতে সংসার পরিচালনায় হিমসিম খাচ্ছে তারা।
তানিম অটো রাইস মিলের প্রোপাইটর মো. জিন্নাহ জানান, চালের দাম বাড়ার বিষয়টি জানা নাই। তবে গুঠি ধানের দাম বাড়ার ফলে চালের দাম বাড়তি।
জেলা কৃষি বিপণনের বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।