Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০৩ এএম

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যার বিচার ও ভূষণছড়ার নিরীহ চার শতাধিক বাঙালি হত্যার সাথে জড়িত সকল খুনিদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা।
গতকাল সকালে রাঙামাটিতে ভূষণছড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পৌর কমিটির সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির।
সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি হাবীব আজম প্রমুখ।
বক্তারা আরো বলেন, ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটি জেলার ভূষণছড়ায় এক নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছিল, তা আজ ৩৮ বছর পার হলেও তার কোন বিচার বা তদন্ত হয়নি। যা পার্বত্য চট্টগ্রামের সংগঠিত হত্যাকান্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং নৃশংস হত্যাযজ্ঞ।
তাই পার্বত্য অঞ্চলে চলমান হত্যাকান্ড, খুন, গুম, অপহরণ বন্ধে পাহাড়ে নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা, পার্বত্য অঞ্চলে যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত করে শাস্তি নিশ্চিতসহ সশস্ত্র সন্ত্রাসীদের লিডারদের ফাঁসি দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ