Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০৩ এএম

মাগুরার মহাম্মদপুর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। নির্মাণ সময় সীমা ১৮ মাস নির্ধারণ থাকলেও ২ বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৩ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৭৩ টাকায় নতুন ভবন নির্মাণের কাজ পায় ঝিনাইদহের এমএস লিটন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে একযোগে মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজ শুরুর পরে ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহার করায় কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন। এরপর থেকে কাজ বন্ধ থাকলেও কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ