Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০২ এএম

ঢাকার ধামরাইয়ে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ও হলরুম নির্মাণসহ প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
প্রথমেই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে ৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ধামরাই উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের উদ্ভোদন করেন। এরপর ৩৮ লাখ ২৩ হাজার টাকা ব্যায়ে সোমভাগ ইউনিয়নের আমতলা হতে আশ্রয়ণ প্রকল্প সড়ক উন্নয়ন, ৫ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে দেপাশাই গ্রামে বংশী নদীর ওপর গার্ডার ব্রিজ নির্মাণ, ২ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ধানতারা জিসি হতে পাকুটিয়া জিসি সড়কে সড়কসহ গার্ডার ব্রিজ নির্মাণ। এছাড়াও ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণি কক্ষ নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা প্রকৌশলী আজিজুল হক, আ.লীগ নেতা আব্দুল আলীম খান সেলিম, এনামুল হক আইয়ুব, যুবলীগ নেতা, হাফিজুর রহমান হ্যাপী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • মোঃহৃদয় হোসেন ৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৩ এএম says : 0
    আমি পাইনাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ