Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০২ এএম

কুলাউড়ায় চলাচলের অনুপযোগী ৪ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে উপজাতিসহ ৬টি গ্রামের সহস্রাধিক জনগণ বিশাল মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের গ্রীজিং এলাকায় সিংগুর, পশ্চিম সিংগুর, নয়াবাগান, গ্রীজিং, চকের গ্রাম ও পানপুঞ্জির উপজাতি সম্প্রদায়সহ ৬টি গ্রামের সহস্রাধিক জনসাধারণ বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীর সভাপতিত্বে ও সংগঠক সজিব মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজাতি নেতা জামিল ধার, কারেকটার ধার, নারী নেত্রী জোসনা সুপং, রেনি ধার, ব্যবসায়ী নানু মিয়া, আব্দুল কাইয়ূম মিয়া, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী জায়েদ মিয়া, আজাদ মিয়া, বিদ্যা পাচি, ফখরুল মিয়া ও জায়েদ আলী প্রমুখ।
বক্তরা বলেন, ৬টি গ্রামের প্রায় ১০-১৫ হাজার জনগণের চলাচলের একমাত্র এই সড়কটি স্বাধীনতার পর থেকে কাঁচা রয়েছে। বর্ষাকাল এলে স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রী ও অসুস্থ রোগীরা কাঁদাযুক্ত রাস্তায় যাতায়াত করতে নানা বিড়ম্ভনায় পড়েন। বিশেষ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তখন রাস্তা খারাপ থাকলে কোনো গাড়ি রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না। তখন রোগীদের পলো বা বড় বাঁশের মাচাং দিয়ে হাসপাতালে নিতে হয়। অবিলম্বে ৪ কিলোমিটার এই কাঁচা রাস্তাটি পাঁকা করণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি মানববন্ধন থেকে জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ