রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিরাপদ সড়কের দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে গুরুদাসপুর নাগরিক সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সস্প্রতি সারা বাংলাদেশসহ গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়কের দাবিতে ‘পথ চলা যেন মৃত্যুর ফাঁদ না হয়ে হয় যেন শান্তির’ এই সেøাগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় থানা চত্বরে মানববন্ধনে অংশ নেন সমাজ সেবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানান শ্রেণী পেশার মানুষ। উক্ত মানববন্ধনে বক্তব্যে রাখেন প্রভাষক নাছরিন সুলতানা রুমা, জাহাঙ্গীর আলম, সমাজ সেবক আহসান হাবিব, কলেজ ছাত্র রাফিউল আলম, মোহাম্মদ আলী রুবেল, তারেক হাসান প্রমুখ।
বক্তব্যে বক্তারা দাবি করেন, লক্কর-ঝক্কর মার্কা মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালতে দেয়া যাবে না। বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মানতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক ও নেশাখোরদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব দেয়া বন্ধ করতে হবে, রাস্তায় অবৈধ মালামাল রাখা এবং যেখানে সেখানে গাড়ি পাকিং করা বন্ধ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রীদের সাথে অসদাচারণ বন্ধ করতে হবে, অবৈধ গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।