Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার-২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৭:৪৩ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে চাল বোঝাই একটি ট্রাক থেকে ১ কেজি ৪২০ গ্রাম হেরোইনসহ মাদক পাচারকারী চক্রের দু' সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাউল আলী (৩২) ও মো. আব্দুল হাকিম (৪০)। তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, র‌্যাব-২ এর একটি দল সোমবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার নিলক্ষেত মোড়ে চেকপোষ্টে সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থকে দু’টি মোবাইল ফোন এবং নগদ পাচঁ হাজার টাকা উদ্ধার করা হয়।
এই চক্রের সদস্যরা পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে হেরোইন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ