Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি শিক্ষার্থীদের জন্য পরিবহনে যুক্ত করা হলো আরো দুটি বাস

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ২:৫৩ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরো দুটি নতুন বাস সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার ( ৩১ মে) সকাল ১১টায় ‘৮১ লক্ষ ৬৭ হাজার টাকা’ মূল্যের বাস দুটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে ভিসি বলেন, মাত্র কয়েক বছর আগেও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা অপ্রতুল ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও আপ্রাণ চেষ্টার ফলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব হয়েছে। কয়েকবছরের মধ্যে পরিবহরন শাখায় ১৬টি বাস সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতা রয়েছে।
এসময় তিনি আগামী দুয়েক মাসের মধ্যে আরও ২টি বাস ক্রয় করা হবে বলে জানান। ভিসি বলেন, পরিবহন, শিক্ষা, অবকাঠামোসহ সকলক্ষেত্রে আমাদের সফলতার মূল কারণ হচ্ছে এটি একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। এখানে সুশাসন বজায় রয়েছে। ফলে সবকিছুই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. জহির বিন আলম সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ