Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ জুন থেকে বুস্টার ডোজ সপ্তাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১১:০১ এএম

আগামী ৪ জুন থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দ্বিতীয় ডোজের ৪ মাস পর নেওয়া যাবে এ বুস্টার ডোজ।

মঙ্গলবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে অধিদফতর।

গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। আক্রান্ত নেই বললেই চলে।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এছাড়া ২০২১ সালের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখের বেশি ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসনের টিকা দেওয়া হয়েছে।

আগামী ৪ জুন থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দ্বিতীয় ডোজের ৪ মাস পর নেওয়া যাবে এ বুস্টার ডোজ।

মঙ্গলবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে অধিদফতর।

গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। আক্রান্ত নেই বললেই চলে।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এছাড়া ২০২১ সালের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখের বেশি ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসনের টিকা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ