বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া হাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরসহ দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুকুয়াহাট বাজারে লিটন আকনের কুতুবপুর ডেকোরেটর এন্ড মাইক সার্ভিস থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী মজিদ খানের মুরগী বিক্রেতার দোকানে ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ কুতুবপুর ডেকোরেটর এন্ড মাইক সার্ভিসের মালিক লিটন আকন জানান, অগ্নিকাণ্ডে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। অগ্নিকাণ্ডে আমার দোকানের চেয়ার, টেবিল, মাইক, ব্যাটারী, জেনারেটরসহ অন্যান্য জিনিসপত্র মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে দুটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার একেএম আবদুল্লাহ বিন রশিদ ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।