Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ড্রাম ভর্তি একটি কঙ্কাল উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ৯:৪৮ পিএম

যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রাম ভর্তি কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (৩০ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিলো। সোমবার পাইলিং করতে যেয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রামখুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে।

ওই জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরনবী ও ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান। পরে ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিলো। দূর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।

এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবার মোতালেব ওরফে বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। এরমাঝে সোমবার শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।

এ ঘটনার পর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, তদন্ত ওসি মনিরুজ্জামান পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম, ওপিবিআই, ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কঙ্কাল উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারনা করা হচ্ছে বেশ কয়েক বছর আগে নিহতের মরদেহ ড্রামভর্তি করে জমিতে পুতে রাখা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ