বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে মোহাম্মদপুর তাজমহল রোডে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান।
মিরপুর গাবতলীতে আরো একটি অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় সহ সভাপতি ফরিদ হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান শিমুল, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি রাজিব আহমেদ, শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, মোহাম্মদপুর থানার আহবায়ক লিটন মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লিটন, শেরেবাংলানগর থানার আহবায়ক জিএম বাদল, শাহ আলী থানার আহবায়ক শেখ মোঃ ফরিদ হোসেন , কাফরুল থানার আহবায়ক ইকবাল হোসেন, দারুস সালাম থানার আহবায়ক ইকবাল মাহমুদ রিপন, মিরপুর থানার আহবায়ক ফিরোজ আহমেদ, মিরপুর থানার সদস্য সচিব রুস্তম আলী, শাহ আলী থানার সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাসির উদ্দিন বিপ্লব, মহানগর উত্তরের দপ্তর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রকৌশলী মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলাল ভূঁইয়া, রাহাত রুমন, কামাল পাশা, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহেল, আজাদুর রহমান আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মনজুর আলম মঞ্জু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উভয় অনুষ্ঠানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।