Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গৌরীপুর হাই স্কুল শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৩ এএম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সেলিম মাস্টার ইনকিলাবকে জানান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপির নির্দেশনায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলীদের সার্বিক সহযোগিতায় গত তিন বছরে জেএসসি ও এসএসসির ফলাফল, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসসহ পাঠ্যক্রম ও অন্যান্য শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় এ স্বীকৃতি লাভ করি। এ সাফল্য অর্জন এই উপজেলায় ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এ বিদ্যালয়টি সেরা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় দাউদকান্দি উপজেলায় সর্বোচ্চ ৮১ জন পরীক্ষার্থী এ প্লাস পেয়েছে। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড ৬টি জেলায় ১৫তম স্থান অর্জন করে স্কুলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ