রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে আ.লীগের দলীয় কার্যালয় থেকে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সামনে বক্তারা বলেন, ঢাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলা করেছে। ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই খায়েশ কোনোদিন ছাত্রলীগ সফল হতে দেবে না। ছাত্রদলের নৈরাজ্য-অপকর্মের জবাব দিতে ছাত্রলীগসহ সহযোগী সংগঠন প্রস্তুত আছে।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মোস্তা, বদিউজ্জামান বদরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিজান, মিনহাজুল ইসলাম মিঠু, সাবেক দপ্তর সম্পাদক নির্মল সরকার নিরব, সাবেক উপ-প্রচার সম্পাদক ইরমান সরকারসহ ছাত্রলীগের নেতৃবন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।