Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা: ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।
আজ সোমবার সকালে আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ সদর আদালত মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে এ মামলা দায়ের করা হয়।
দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, ২০০৭ সালে ১/১১এর গোয়েন্দা সংস্থার বানোয়াট সরবরাহকৃত তথ্য কোন যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা জড়িয়ে মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণে ১০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
মামলার বাদী সৈয়দ আবুল কাশেম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ করে তিনি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আমি আ.লীগের একজন নেতা হিসেবে মামলা দায়ের করে আদালতে ন্যায় বিচার প্রার্থনা করেছি।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও সাবেক পিঁপিঁ মো. শফিকুল আলম বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন এবং বাদী পক্ষের আইনজীবীগণের বক্তব্য শুনেছেন। পরে আদেশ দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ