Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষকের বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ৯:৩৮ পিএম

কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে এক এতিম তরুণীকে ধর্ষণ করে নগ্ন ছবি ফেসবুকে প্রচারকারী বখাটে যুবক শুভ বেপারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। গত শনিবার সন্ধ্যায় গ্রামের হাওলাদার বাড়িতে উক্ত সভা অনুষ্ঠিত হয় এবং এতে ৫ শতাধিক গ্রামবাসী এহেন ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করে ক্ষোভ প্রকাশ করে। গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি দুলাল বেপারীর ছেলে শুভ বেপারী প্রথমে তরুণীকে প্রেমের প্রস্তাব দিলে সে সাড়া না দেয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। আর এতে তরুণী অজ্ঞান হয়ে পড়লে মোবাইলে নগ্ন ছবি তুলে তা ফেসবুকে প্রচার করে। আর এ ব্যাপারে মামলা দায়ের করা হলে মামলা তুলে নিতেও বিভিন্নভাবে ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদর্শন করে বখাদের পরিবার। আর এতে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলে তারা এ ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ সভা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ