রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাগজে-কলমে শীত আসতে এখনো মাস খানেকের কিছুটা কম সময় বাকি। কিন্তু কার্তিকের শেষের দিকের কয়েকদিনের টানা বৃষ্টির কারণে অগ্রহায়ণের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। তার উপর সন্ধ্যারাত থেকেই শীত শীত ভাব, ভোরের হালকা কুয়াশায় শিশিরসিক্ত রাস্তাঘাট আর তাপমাত্রা কমার আভাসই বলে দিচ্ছে শীত আসছে গুটি গুটি পায়ে। গরীব অসহায় মানুষরা আশা করছেন এবারে পুরোদমে শীত পড়ার আগে সরকারি ও বেসরকারি পর্যায়ের শীতবস্ত্র তাদের হাতে পৌঁছবে। আর হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তার চেম্বারে আসা রোগী ও স্বজনদের আবহাওয়া বদলানোর এ সময়টিতে রোগবালাই মুক্ত থাকার ব্যাপারে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুমিল্লা নগরীতে অনুভূত হচ্ছে হালকা শীত। গ্রাম এলাকায় হেমন্তের শুরুতেই শীতের আমেজ শুরু হয়েছে। এখন চলছে হেন্তের শেষের মাস অগ্রহায়ণ। দেশে পৌষ-মাঘকে শীতকাল ধরা হলেও অগ্রহায়ণের মাঝামাঝিতেই অর্থাৎ ডিসেম্বরের শুরুতে পুরো শীত নামবে। এরিমধ্যে কুমিল্লা নগরীর ফুটপাত থেকে শুরু করে পোশাক বিক্রির দোকানগুলোতে গরম জামা-কাপড় বেচাবিক্রিও জানান দিচ্ছে এই বুঝি শীত এলো। ধুনকাররা ব্যস্ত হয়ে উঠেছেন লেপ তোষক তৈরির কাজে। রাতে ঘুমানোর সময় লেপ-কম্বল বের না করলেও নগরীর প্রতিটি পরিবারই কাঁথা ব্যবহার করছে। তবে গ্রামাঞ্চলে শীত জেঁকে বসায় বাক্স পোটরা থেকে লেপ-কম্বল বের করে ব্যবহার শুরু হয়েছে। প্রকৃতির নিয়মেই প্রকৃতি চলে। তবে এখন সবকিছুতেই যেন ব্যতিক্রম চলছে। পুরোদমে শীত পড়তে আরও মাস খানেক বাকি। কিন্তু এরিমধ্যে শীতের আমেজ ধীরে ধীরে পরিবেশ পাল্টে দিচ্ছে। কুমিল্লার নগর-গ্রাম-গঞ্জে হিমেল হাওয়া শীতের পরশ বুলিয়ে দিচ্ছে শরীরে। কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, দিনে না হলেও এখন রাতের দিকে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করেছে। সামনে যত সময় গড়াবে রাতের তাপমাত্রা কমতে থাকবে এবং শীতকে ত্বরান্বিত করবে। এদিকে শীতের আগমনীর এসময়টিতে নাক দিয়ে পানি ঝরা, হাঁচি কাশিসহ ঠা-াজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশেষ করে ছোট শিশু ও বয়স্করা এসবে বেশি ভোগেন। কুমিল্লা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে আসা রোগী ও তাদের সাথে আসা স্বজনদের শীতকালীন রোগ প্রতিরোধ এবং সাবধানতা অবলম্বনের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে শীতের আগমনী বার্তায় কুমিল্লা নগরী ও উপজেলার বাজারগুলোতে গরম পোশাকের কদর বাড়তে শুরু করেছে। অনেকেই গরম কাপড় কিনতে শুরু করেছেন ধুনকারের দোকানগুলোতেও লেপ সেলাইয়ের কাজে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলের খাল-বিলে অতিথি পাখির আগমনও ঘটছে। বাসা বাড়িতে রাতে বৈদ্যুতিক পাখাও এসির ব্যবহার হচ্ছে না। নগরীর ফুটপাতে ইতিমধ্যে শীতের পিঠাপুলি বিক্রির পসরাও জমে উঠেছে। কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গণেও পড়েছে শীতের আগমনী সাড়া। বিভিন্ন সংগঠন শীতের সময়টিতে নগর উৎসবমুখর রাখতে নানা ধরনের আয়োজনের ছক তৈরিসহ মহড়া চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।