রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক নেই। এছাড়া ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছেÑ আলীরচর, কাপাসাটিয়া, জগৎচর, বরচারা, দক্ষিণ লক্ষ¥ীপুর, বাজরা-কান্দুলিয়া, লালপুর, নোয়াগঁাঁও, হাজারী নগর, পূর্ব গোবরিয়া, সেমাইকান্দি, লক্ষ¥ীপুর ফকিরপাড়া, বাজরা-মাছিমপুর, মাতুয়ারকান্দা, মইথপুর, জাফরাবাদ, উত্তর দশকাহুনিয়া, উত্তর চর কামালপুর, আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতিগণ জানান, আবেদন-নিবেদন করেও এসব শূন্য পদে নিয়োগ দেয়া হচ্ছে না। ফলে আশানুরূপ লেখাপড়া না হওয়ায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, শিগগিরই শিক্ষক নিয়োগ দেয়া হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।