Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ে আ.লীগের সম্মেলন প্রস্তুতি সভা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১১:১২ পিএম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের হল রুমে কাউন্সিলরদের নিয়ে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা করার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মে) সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টা থেকে সভার কার্যক্রম শুরু হয়। ওই সময় বিদ্যালয়ের একটি ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা চললেও মাইকে উচ্চশব্দে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, ১২টার দিকে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কয়েকটি ভবন রয়েছে। এর মধ্যে হল রুমে আওয়ামী লীগের সভা চলছে। অন্য ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহিম বলেন, মাঠে আমাদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বৃষ্টি হওয়ায় পরে হল রুমে সভা করা হয়।

দলীয় সূত্র জানায়, ১ জুন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের হল রুমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বক্তব্য দেন।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম। এ বিষয়ে কথা বলতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ