Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলছড়িতে জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে অনেকে

ফুলছড়ি (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ৯:৩৩ পিএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে চলছে জুয়ার জমজমাট আসর। প্রশাসনের কাউকে জুয়া বন্ধ ও জুয়াড়–দের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। অভিযোগ উঠেছে ফুলছড়ি থানা পুলিশের মদদে চলছে এসব জুয়ার আসর। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে জুয়ার আসর বসছে। ফলে ক্ষুদে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের মানুষ সর্বস্বান্ত হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে এলাকায় পারিবারিক অশান্তিসহ অপরাধমূলক কর্মকা- বেড়েই চলেছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া বটতলার পশ্চিম পার্শ্বে রশিদের বাড়ি, কেতকির হাটের উত্তর পার্শ্বে রউফ মিয়ার বাড়ি, মদনের পাড়া পূর্ব-দক্ষিণ পার্শ্বে শামীমের বাড়ি, উড়িয়া ইউনিয়নের মশামারি বাজারের পশ্চিম পার্শ্বে সামাদ কানার বাড়ি, কাটাদ্বারার পূর্ব পার্শ্বে মফিজলের বাড়ি, হাজিরহাটের উত্তর পার্শ্বে শ্যালো মেশিনের ঘরে, উদাখালী ইউনিয়নের আনন্দবাজার স্টেশনের ঘরে জনির নেতৃত্বে, কালিরবাজারে একজন রাজনৈতিক নেতার ঘরে ও পূর্ব ছালুয়া গ্রামের বিজয়ের বাড়িতে প্রতিদিনই চলছে জুয়া খেলা। এছাড়া ফুলছড়ি, ফজলুপুর ও এরে-াবাড়ী ইউনিয়নের একাধিক স্থানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে জুয়া খেলা। জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব স্থানে প্রতিদিন বিপুল পরিমাণ জুয়াড়ীদের আগমন ঘটছে। স্থানীয় অনেকেই জুয়ার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে। একারণে এলাকাতে বেড়ে গেছে অপরাধ প্রবণতা। আর এ জুয়া খেলায় আসক্ত হয়ে নিঃস্ব হচ্ছে এলাকার কৃষক-শ্রমিকসহ নিম্ন আয়ের গরিব মানুষরা। এদিকে প্রকাশ্যে এভাবে জুয়া চলায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এসব স্থানের চিহ্নিত জুয়াড়ীরা থানা পুলিশকে ম্যানেজ করেই জুয়ার আসর চালিয়ে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির গত অক্টোবর মাসের সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজের সকলের স্বার্থে জুয়া বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হলেও থানা পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। ওসি আবদুল খালেক জানান, গোপনে কিছু স্থানে জুয়া চলতে পারে। তবে জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ