Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৮ দিনের মাথায় ছাত্রলীগের তিন সিদ্ধান্ত, গিয়াস-সুমন কমিটি বহাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১০:৩২ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে ২৮ দিনের মাথায় তিন রকম সিদ্ধান্ত দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। গতকাল ২৮ মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুড়িচং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার আদেশ প্রত্যাহার করে পুনরায় মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও হাসান আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়।

তার আগে গত ১ মে গিয়াস-সুমনের নেতৃত্বে কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। হঠাৎ গত ১২ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আবার গতকাল ২৮ মে অধিকতর তদন্ত সাপেক্ষে ১২ মের বিলুপ্ত ঘোষণা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ২৮ দিনে তিন সিদ্ধান্ত নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কমিটি ফিরে পেয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে বুড়িচং উপজেলা ছাত্রলীগের বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে বসুন্ধরা চত্বরে বক্তব্য প্রদান করে কমিটিকে অভিনন্দন জানান নেতা-কর্মীরা ও স্থানীয় এমপি, কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যানসহ সবাইকে ধন্যবাদ জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ