রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি রাস্তাঘাট পাকা করা হবে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হবে। গত রোববার দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ আয়োজনে কামারাটিয়া হতে বড় হাওরের নরসুন্দা নদী পাড় পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ রাস্তাটি পাকা হওয়ায় পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার কৃষকসহ সর্বস্তরের জনতার উপকারে আসবে। এক সময়ে এ রাস্তা দিয়ে জনচলাচলে ও বর্ষাকালে মানুষের চলাচল অনুপযোগী ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে উন্নয়নের দিকে নজর দিচ্ছে বেশি। করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি রাস্তাঘাট পাকাকরণ, মসজিদ, ব্রিজ, কালভার্ট ও প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। জয়কা ইউপি চেয়ারম্যান মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাছিম খান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আহমেদ খান, করিমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দীদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী, বিশিষ্ট চিকিৎসক ডা: আশরাফ উদ্দিন, জাফরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সোনা মিয়া, আবু সাদাৎ মো: সায়েম, ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।