বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের গুদাসপুর উপজেলায় ৯ম শ্রেণির (কারিগরি শাখা) বোর্ড সমাপনী পরীক্ষা দিতে আসা শান্ত (১৫) নামের এক ছাত্রকে পিটিয়ে জখম করে বখাটেরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বখাটেরা বেগম রোকেয়া গার্লস স্কুলের ক্যাম্পাসের ভেতরে ঢুকে এ কাণ্ড ঘটায়।
জানা গেছে, ওই স্কুলের পিয়ন জাকির ও মোতালেব তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় আহত ওই ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে ওই ছাত্র আবার পরীক্ষার হলে ফিরে আসে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ওই ছাত্রের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। এ ছাড়া মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।
বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়ের অভিভাবক ডেকে আপোষের চেষ্টা করা হচ্ছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।