Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজীবাজারে বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

৬ সদস্যের তদন্ত কমিটি

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হ | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০০ এএম

বিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন আশরাফুল ইসলামসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে উক্ত ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক এইচএম মফিজ উদ্দিনকে। কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, গতকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের সাথে যোগ দেয় আরও একটি বেসরকারি কোম্পানীর নিজস্ব অগ্নিনির্বাপক দল। তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ