রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ-মহেশপুর ও কোটচাঁদপুর মোটর শ্রমিক ইউনিয়ন। এসময় তাদের সাথে অংশগ্রহণ করে উপজেলা ভ্যানরিকশা, রাজমিস্ত্রি, রংতুলি ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিক। গত শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এর আগে গত ২৩ মে প্রথম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পরের দিন শহরের শোয়াইবনগর কামিল মাদরাসা, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অপপ্রচারের প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদরাসাসহ উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করে।
এসব মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে জড়িয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে যে ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।