Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসককে ৬ মাস কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ ও নারিকেলবাগান এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল জানান, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর নামে দু’জন ভুয়া চিকিৎসক দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা ও মেয়াদ উর্ত্তীন ওষুধ ব্যবহারের দায়ে দু’জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নিবন্ধন বিহীন চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ