Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ একদিন ক্ষমতায় থাকলেও দেশের ক্ষতি : মির্জা ফখরুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৮:২১ পিএম

আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আওয়ামী লীগ বরাবরই প্রতারক দল। তারা বরাবরই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এদের কোনোমতেই ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। একদিন থাকলেও দেশের ক্ষতি।

রবিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগকে কখনো বিশ্বাস করা যায় না— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ দেশের সবচেয়ে বড় সংকট— গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগকে সরানো না গেলে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা— স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তা ধ্বংস হয়ে যাবে, মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকার আরেক শয়তানি শুরু করবে— দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পত্রিকায় দেখলাম, জানি না শেষ পর্যন্ত কি হবে। তারা বলছে, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা যাবে। মানে হচ্ছে আরেক শয়তানি শুরু করবে তারা। অর্থাৎ নিজেরা টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে আরেকটি দুর্নীতি করবে। পাচার করা অর্থ ফিরিয়ে এনে আবারো লুটপাটের সুযোগ করে দেবে।

সুদূর লন্ডনে বসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তারেক রহমানের পক্ষে সম্ভব হবে কী— আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অবশ্যই সম্ভব হবে। কারণ তারেক রহমান সেই রাজনীতি ধারণ করেছেন যে রাজনীতি এ দেশের সব মানুষের রাজনীতি। দেশের মানুষ এখন হত্যা, গুম, খুন, ধর্ষণ থেকে মুক্তি চায়। জিয়াউর রহমান আমাদের যে আদর্শ দিয়ে গেছেন তা দিয়ে অবশ্যই সম্ভব হবে। তা না হলে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় ৩০ জনের অধিক হাসপাতালে পড়ে আছে কেন, কি পেয়েছে তারা? কি পাচ্ছে? তারা বিশ্বাস করে— এই ফ্যাসিবাদীদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তাই তারেক রহমানের নির্দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।

জিয়াউর রহমানের জীবনে কোনো ব্যর্থতা নেই— উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তিনি শহীদ হয়েছেন কিন্তু তার আদর্শ শহীদ হয়নি। তার দেখানো আদর্শেই এ দেশের মানুষের মুক্তি আসবে। তাই জিয়াউর রহমান সম্পর্কে যে যাই বলুক, খলনায়ক-পাকিস্তানের চর-সামরিক জান্তা থেকে উঠে আসা অক্ষত ব্যক্তি বলুক, তাতে কিছু যায় আসে না। কারণ এ দেশের মানুষের হৃদয়ের মধ্যে পতিত হয়ে আছেন তিনি। যতই চেষ্টা করুক কোনোমতেই জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না। আজ জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, কেন পারে না? কারণ, আওয়ামী লীগের ব্যবসায়ীরাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ। আজ ব্যাংক লুট হয়েছে, রিজার্ভ লুট হয়েছে, কারা করেছে? আওয়ামী লীগের লোকরাই করেছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর এ্যানীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ