Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে বেসরকারী হাসপাতাল- ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান:১জনের ৬ মাসের সাজা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৭:২৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এই অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিক ভুয়া ডাক্তার কে ৬ মাসের কারাদণ্ড, পাঁচটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মশিউর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নজরুল ইসলাম (রোগ নিয়ন্ত্রণ) ও কেরানীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহিন প্রমুখ।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারি মোঃ শরীফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালিন্দী ইউনিয়নে তাঁজ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র না থাকায় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভুয়া ডাক্তার আতিকুল হক (৪৯)কে ছয় মাসের কারা কারাদণ্ড প্রদান করা হয় এবং ওই প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। পরে আব্দুল্লাহপুর এলাকায় রহিমা বেগম আধুনিক হাসপাতালকে ১লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা, স্বদেশ জেনারেল হাসপাতালকে ১লক্ষ টাকা জরিমানা, আব্দুল্লাহপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও খাড়াকান্দি বাজারে গ্রীন লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার আতিকুল হকের কালিন্দী ইউনিয়ন এর গদার বাগে নবনির্মিত একটি পাঁচতলা বাড়ি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ