বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : জেলার রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ আলগার সীমান্ত দিয়ে এক পাল হাতি বাংলাদেশের অভ্যন্তরে নেমে আসে।
খেওয়ারচর গ্রামের জিয়াউর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাতির পালে ৫০টিরও বেশি হাতি রয়েছে। হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে তারা কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরও করেছে।
এ ঘটনায় রৌমারী সীমান্তবর্তী গ্রামবাসীর ভেতর আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন খেওয়ারচর এলাকার স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী।
শেষ খবর পাওয়া পর্যন্ত রৌমারী সীমান্তের খেওয়ারচর বিজিবি ক্যাম্পের সামনের এলাকায় অবস্থান করছে হাতির পাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।