Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলায় জেলায় গণকমিশনের বিরুদ্ধে মামলা করুন

নাগরিক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০০ এএম

বিতর্কিত এবং বিপদগামী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত গণকমিশন যে শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আওয়ামী সরকার গত দেড় দশকে আমাদের শিখিয়েছে তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করে কিভাবে প্রতিবাদী কন্ঠস্বরকে রুদ্ধ করা যায়। আলেম উলামাকে কেরামকে জেলায় জেলায় কথিত গণকমিশনের বিরুদ্ধে মামলা করতে হবে। যেসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তাঁরা প্রত্যেকে আলাদাভাবে গণকমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে তাঁদের পর্যদুস্ত করুন। এইসব ভ্রান্ত আদর্শের ব্যক্তিরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না বরং মহান আল্লাহই কেয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন।

গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরস্থ একটি হোটেলে কথিত গণকমিশনের বানোয়াট শ্বেতপত্র প্রকাশ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান চৌধুরী দেওনা পীর সাহেব, সাবেক এমপি আক্কাস আলী, মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মাওলানা মো.নাজমুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ূম, ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, গৌতম দাস, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা শেখ লোকমান হোসেন, গণঅধিকার পরিষদের নেতা সাদ্দাম হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মো.ইউসুছ আহমাদ ও চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন্দ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি আশরাফ উজ জামান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ভারত হায়দারাবাদ ও কাশ্মির দখল করে নিয়েছে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যখন পানির প্রয়োজন হয় তখন ভারত পানি বন্ধ করে দেয়। যখন খাদ্যের প্রয়োজন হয় তখন খাদ্য বন্ধ করে দেয়। তিনি বলেন, রাজনৈতিক হানাহানিতে আজ মানুষ গুম হয়, নারীরা বিধবা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে কী হচ্ছে ? তিনি বলেন, ইসলাম বিদ্বেষী শক্তি এদেশে ভারতের সাংস্কৃতি চালু করতে চায়। ওদের শত্রু শুধু আলেম ওলামা ও মাদরাসা। এ জন্য কথিত ঘাদানিক গণকমিশনের নামে মিথ্যা বিভ্রান্তিমূল শ্বেতপত্র প্রকাশ করেছে। মারা গেলে এদের জানাযা পড়া জায়েজ কীনা তা’ ভেবে দেখতে হবে। কথিত গণকমিশনের বিতর্কিত ব্যক্তিরা শুধু ১১৬ জন আলেম ও ১ হাজার মাদরাসাকে হেয়প্রতিপন্ন করেনি; এরা গোটা দুনিয়ার আলেম ও মাদরাসাগুলোকে অপবাদ দিয়েছে। এরা ইসলাম ও মুসলমানদের দুশমন। এদেশের ভূ-খন্ড, স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানবতা রক্ষা করতে হলে কথিত গণকমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

হেফাজতে ইসলামের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান চৌধুরী ঘাদানিকদের কথিত গণকমিশনের বিভ্রান্তিমূল শ্বেতপত্র তীব্র সমালোচনা করে বলেন, দেশ ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ১১৬ জন শীর্ষ আলেম ও ১ হাজার মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দুদকে পেশ করা হয়েছে। এসব মিথ্যা ভিত্তিহীন শ্বেতপত্র প্রকাশে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে মিথ্যা ভিত্তিহীন শ্বেতপত্র সর্ম্পকে বক্তব্য প্রদানের অনুরোধ জানিয়েছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন উল্লেখিত শ্বেতপত্রের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আমরা দুদকেও প্রতিবাদ লিপি পেশ করেছি। তিনি বলেন, ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এসব ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী বলেন, আল্লাহ আমাদের রাজপথ গরম করার দায়িত্ব দেননি। আল্লাহ আলেম উলামাদের দায়িত্ব দিয়েছেন, কোরআনের তালিম, দাওয়াত এবং আত্মশুদ্ধির কাজে নিয়োজিত থাকার। তিনি বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) বলেছিলেন, কওমি মাদরাসাগুলো হচ্ছে ইসলামের দূর্গ। আজ বিনা বিচারে অনেক আলেমকে কারাবন্দি রাখা হয়েছে। তিনি বলেন, আলেম উলামারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন। আলেম উলামারাই পারেন এই জাতিকে ঐক্যবদ্ধ করতে। এ জন্য আলেম সমাজের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানো হয়। তিনি বলেন, কিছু কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে আল্লাম শাহ আহমদ শফী (রহ.) এর হেফাজতে ইসলামের ঐক্যবদ্ধ আন্দোলন ধরে রাখতে পারিনি। ধরে রাখতে পারলে ৫০ বছরেও নাস্তিক মুরতাদরা এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। হেফাজত নেতা বলেন, আর ধোকা খাইতে রাজি নই; অতীত থেকে শিক্ষা নিয়ে দূরদর্শিতার সাথে কাজ করতে হবে। তা’হলেই ইসলামের দুশমনরা পরাভূত হবে ইনশাআল্লাহ।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বিতর্কিত এবং বিপদগামী ব্যক্তিদের নেতৃত্বে গঠিত গণকমিশন যে ভুলে ভরা এবং অসার প্রতিবেদন দুদকে জমা দিয়েছে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আওয়ামী সরকার গত দেড় দশকে আমাদের শিখিয়েছে তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললে দেশের বিভিন্ন প্রান্তে মামলা করে কিভাবে প্রতিবাদী কন্ঠস্বরকে রুদ্ধ করা যায়। তিনি বলেন, উলামায়ে কেরামের প্রতি আমাদের আহবান থাকবে, আপনারা জেলায় জেলায় কথিত গণকমিশনের বিরুদ্ধে মামলা করুন। যেসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথিত শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তাঁরা প্রত্যেকে আলাদাভাবে গণকমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে তাঁদের পর্যদুস্ত করুন। এইসব ভ্রান্ত আদর্শের ব্যক্তিরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না বরং মহান আল্লাহই কেয়ামত পর্যন্ত ইসলামকে হেফাজত করবেন। সভায় আগামী ২ জুন কথিত গণকমিশনের শ্বেতপত্রের প্রতিবাদে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়াস মিলনায়তনে আয়োজিত শীর্ষ উলামায়ে কেরামের মতবিনিময় সভা সফল করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ ভুঁইফোঁড় সংগঠন কথিত গণকমিশন খ্যাতিমান ১১৬ জন আলেমকে দুর্নীতি জঙ্গি অর্থায়নে জড়ানোর অপতৎপরতার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভায় নেতৃবৃন্দ এ নিন্দা জানান। ডা.মাওলানা ইলিয়াস খানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে ইসলাম প্রিয় জনগণকে উস্কানি দেয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। এর নেপথ্যে ইসলাম ও দেশ বিরোধী গভীর আন্তর্জাতিক চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে।

কথিত গণকমিশন এর এই দেশ ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে জাতি ক্ষমা করবে না। দুর্নীতি, অর্থ পাচার, রাষ্ট্রের সম্পদের লুটপাট ও মানবাধিকারের চরম লংঘন ও রাজনৈতিক নৈরাজ্য থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর এই অপপ্রয়াস সফল হবে না মর্মেও নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা আনোয়ারুল কবির, দপ্তর সচিব মুফতি দীনে আলম হারুনী, শাকিরুল হক খান, মাওলানা এরশাদ বিন জালাল, আইন সচিব অ্যাডভোকেট যোবায়ের, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা দিদারুল আলম, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, ইসলামী ছাত্রসমাজের মহাসচিব এহতেশামুল হক সাখী, বিএম আমির জিহাদী, সাকিবুল হাসান ও শহীদুল ইসলাম।



 

Show all comments
  • Abdul Quader ২৯ মে, ২০২২, ৫:২৩ এএম says : 0
    এটাই হবে কাজ।
    Total Reply(0) Reply
  • মুহাম্মাদ কাওছার আহম্মেদ ২৯ মে, ২০২২, ৫:২৩ এএম says : 0
    সহমত
    Total Reply(0) Reply
  • H M Bahadur ২৯ মে, ২০২২, ৫:২৩ এএম says : 0
    ধন্যবাদ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম সুখন ২৯ মে, ২০২২, ৫:২৩ এএম says : 0
    এটা করা উচিত। এখন কাজ না হলেও ভবিষ্যতে হবে।
    Total Reply(0) Reply
  • Iqbal Shahedi ২৯ মে, ২০২২, ৫:২৪ এএম says : 0
    এটা করতে পারলে ওরা অনেক চাপে পড়বে...তয় সাবধানতার সাথে করতে হবে ওরা চাচ্ছে যে ওলামায় কেরাম ওদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে।
    Total Reply(0) Reply
  • Md. Altaf Hossain ২৯ মে, ২০২২, ৮:০৪ এএম says : 0
    শুধু জেলায় না থানায় ও করতে হবে।
    Total Reply(0) Reply
  • Suhrab siddiki ২৯ মে, ২০২২, ৯:১৩ এএম says : 0
    সহমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ