Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে মাহফুজ আনাম স্বীকার করেন যে, ১/১১ এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ সেলিমের স্বীকারোক্তির তথ্য সরবরাহ করেছিল প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সে তথ্য যাচাই না করে তার পত্রিকায় ছাপা ভুল ছিল বলে তিনি মন্তব্য করেন। এ কারণে তৎকালীন সময় শীর্ষ রাজনীতিকদের প্রতি জনগণের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এছাড়া ওই মিথ্যা সংবাদের কারণে শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির শিকার হতে হয়। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এই মামলা করা হল।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য বিরোধী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য পত্রিকায় একের পর এক মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করে। যা রাষ্ট্রদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্র। তাই আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছি।
মামলায় বাদীপক্ষের আইনজীবী এড. আব্দুল হামিদ জানান, আদালত ফৌজদারী কার্যবিধির ১৯৬ ধারামতে সরকারের অনুমোদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ