বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মনোহরদীতে আওয়ামী লীগ ও বিদ্রোহী ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের দফায় দফায় হামলায় পুলিশসহ ২৬ ব্যক্তি আহত হয়। এছাড়া আওয়ামী লীগের অফিস ভাঙচুরসহ ১০টি হোন্ডা ভাংঙচুর ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
মনোহরদীর চরমান্দালীয়া ইউপি নির্বাচনে প্রতীক লাভের পর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে এ সব ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের সমেদ চান্দের বাজার সংলগ্ন স্থানে প্রথম ঘটনাটি ঘটে। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির ও বিদ্রোহী প্রার্থী আনিছ উদ্দীন শাহীনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। এতে কমপক্ষে ১৫ ব্যক্তি আহত ও ১০ টি হোন্ডা ভাঙচুর হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর শাহীনের লোকজন ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তারা পুনরায় সংগঠিত হয়ে রাত ৯টার দিকে মাস্টার বাড়ি মোড়ের চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। সেখানে উপস্থিত চরমান্দালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারসহ ৬ নেতাকর্মী তাদের মারধোরে আহত হন বলে আজহার অভিযোগ করেছেন। এলাকায় টহলরত পুলিশ দল হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলে তারা পুলিশের উপরও আক্রমণ করে। তারা পুলিশের গাড়িতেও ভাঙচুর ঘটায়।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, সেখানে এক এএসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ৩ যুবক থানায় আটক রয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। আহত পুলিশ সদস্যরা মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে সেখানকার জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।