Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধার দাবিতে ধর্মঘট

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে দাউদকান্দি বাজারে পুরাতন ফেরিঘাটে মানববন্ধন অবস্থান ধর্মঘট ঘেরাও উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল শনিবার মানববন্ধনে দাউদকান্দি মেঘনার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ৪ মার্চ এখানে ভাষণ দেন, এ কারণে এর নাম রাখা হয় বঙ্গবন্ধু মঞ্চ। পরে ২৫ শতক জায়গা দ্বিতল ভবনটি নামমাত্র দামে তথাকথিত নিলামে একেএম শামসুল হক ও বিলকিস আক্তার নিয়ে নেন। ইতোপূর্বে জায়গা উদ্ধারের জন্য মেজর সুমনের নেতৃত্বে মানববন্ধন অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিবউদ্দীন দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ মহিলা লীগ নেত্রী জেবুনন্নেসা, লায়লা হাসান চেয়ারম্যান নোমান সরকার, যুবলীগ নেতা মেহমুদ চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ