Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফটিকছড়ি প্রেসক্লাবের ঈদ পুনর্মিলন ও সংবর্ধনা

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৩ এএম

ফটিকছড়ি প্রেসক্লাবের ঈদ পুনর্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে ফটিকছড়ি সদরস্থ সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি মেয়র মো. ইসমাইল হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন লন্ডনস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইসহাক চৌধুরী ও কোষাধ্যক্ষ মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী আহমদ উল্লাহ নয়ন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রফিকুল আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ, ফখরুল ইসলাম চৌধুরী, আবু এখলাছ ঝিনুক, মুহাম্মদ দৌলত শওকত, সৈয়দ মোহাম্মদ মাসুদ, কামাল উদ্দিন চৌধুরী, সজল চক্রবর্তী, এমরান হোসেন ফরহাদ, সাইফুর রহমান সোহান, আহমদ এরশাদ খোকন, আনোয়ার হোসেন ফরিদ, আলামগীর নিশান, শাহনেওয়াজ নাজিম, মোস্তফা কামরুল, ওমর ফয়সাল প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিদের মধ্যে ক্রেস্ট উপহার হস্তান্তর করেন পৌর মেয়র মো. ইসমাইল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ