Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে - তাজুল ইসলাম।

ভোলা জেলা সংবাদদাতা। | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ৫:৫৬ পিএম | আপডেট : ৬:১৯ পিএম, ২৮ মে, ২০২২


স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে,যার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশে ব্যাপক উন্নয়নে বিশ্বে জাগরণ সৃস্টি হয়েছে। যোগাযোগ, স্বাস্হ্য,শিক্ষার উন্নয়নে বিশ্বে রোল মডেল এখন বাংলাদেশ।
গতকাল শনিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল,রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র,কর্ণফুলী ট্যানেলসহ মেগা উন্নয়নের কারনে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।এসব কারনে এখন তারা আবোল তাবোল কথাবার্তা বকছে।মানুষ তাদের ধিক্কার দিচ্ছে।সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু হয়েছে।তাদের সন্ত্রাস,নৌরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগসহ নেতাকর্মিদের সজাগ থাকতে হবে।
আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে নেতাকর্মিদের ঔক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, এলজিইডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী,স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন,জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান,ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী,উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র মোঃ মোরশেদ,এল জি ইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল,জনস্বাস্থ নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল নোমান,উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ