রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে গত মঙ্গলবার ভয়াবহ বন্দুক হামলায় নিহত দুই শিক্ষকের একজন ইরমা গার্সিয়া। স্ত্রী নিহত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার স্বামী জো গার্সিয়ার।
পরিবারের ধারণা, স্ত্রীর মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন জো। গত মঙ্গলবারের ওই হামলায় ১৯ শিশুও নিহত হয়। দুই যুগের বিবাহিত জীবন ছিল ইরমা এবং জোয়ের। তাদের রয়েছে চারটি সন্তান।
ডেবরা অস্টিন নামে ইরমার এক বোন জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই ইরমার স্বামী জো মারা যান। তার ধারণা, স্ত্রীকে হারানোর কষ্ট স্বামী জো সহ্য করতে পারেননি। সেই শোকের তীব্রতাতেই তিনি প্রাণ হারিয়েছেন। স্কুলে হামলা চলাকালীন বাচ্চাদের বাঁচাতে গিয়েই মৃত্যু হয় ইরমা এবং ইভা মিরেলস নামে আরেক শিক্ষিকার। সূত্র : সিএনএন, ইন্ডিপেনডেন্ট ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।