রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুরের হাজীগঞ্জে মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জেলা ছাত্রলীগের উপ-কৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন বেপারীর (২৮) মৃত্যু হয়। জানা যায়, নিহত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া বেপারী বাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে হন জসিম উদ্দিন। তাকে উদ্ধার করতে গিয়ে গ্রামের সুজন (৩২) ও মহিন (২০) নামের দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তিন জনকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।