রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পর ধারাবাহিকভাবে কুমিল্লা জিলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলো নুসরাত নাহার ইন্নি। সে বুড়িচং উপজেলার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের বাসিন্দা। তার দুই বোন, এক ভাইয়ের মধ্যে সে প্রথম। তার বাবার নাম মো. মোশারফ হোসেন। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনিও এবারসহ দু’বার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (স্কুল) নির্বাচিত হয়েছেন। তার মায়ের নাম জেসমিন আক্তার। তার এ ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ে এবং পরিবারে আনন্দের বন্যা বইছে। এলাকায় ব্যাপক আলোচনা চলছে ‘যোগ্য পিতার যোগ্য মেয়ে।’ শিক্ষা-সংস্কৃতিতে সে সমানভাবে পারদর্শী। সহপাঠীদের কাছে সে খুব সহযোগী ও সহমর্মি। মেধাবী এ ছাত্রীর ভবিষ্যৎ প্রত্যাশা, বিদ্যালয়ের মানসম্মত ফলাফলসহ উচ্চা শিক্ষা লাভ করে দেশের সেবক হওয়া। সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচক মণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সকলের নিকট দোয়া প্রার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।