Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল বারীর দাফন সম্পন্ন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল বারীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুর হাইস্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন, মরহুমের ছেলে মাওলানা শাহাদাত হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর নিজ বাড়িতে বার্ধক্যজনীত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ভক্ত, মুরিদান ও শুভাকাঙ্খী রেখে গেছেন। মাওলানা আব্দুল বারী আড়াইবাড়ী দরবার শরীফের অন্যতম খলিফা ছিলেন এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন।

জানাজা পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহ’র কেন্দ্রীয় আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা উবাইদুল্লাহ, হাফেজ মুক্তার হোসেন, হাফেজ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পূর্বধইর পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম ও মাকসুদুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ