Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খতনায় ভুল ইনজেকশন শিশু মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:১০ এএম

মাগুরায় হাজামের দেয়া ভুল ইনজেকশনের কারণে দেড় বছরের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে শহরের নিজনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ শেখ নিজনান্দুয়ালী বৌ বাজার এলাকার সোহেল শেখের ছেলে। শিশুটির দাদা আবুল শেখ জানান, জুনায়েদ শেখ বেশ কিছুদিন ধরে প্রসাবে সমস্যা নিয়ে ভুগছিলেন। ডাক্তার দেখানো হলে ডাক্তার মুসলমানি দেবার কথা বলেন। সে কারণে গতকাল শুক্রবার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিহাট গ্রামের হাজাম মো. নজরুল ইসলামকে ডেকে বাড়িতেই মুসলমানির ব্যবস্থা করলে হাজাম অবশ হওয়ার ইনজেকশন দিলে তাৎক্ষণিক শিশুটির মুখ থেকে লালা বের হতে থাকে। মৃত শিশুটির পরিবার তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন । চিকিৎসক জানান, অবশের ইনজেকশনটা শিরায় ঢুকানোর কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ