Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে সাংবাদিক নেতা মঞ্জুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : জড়িতদের শাস্তির দাবী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ৮:১০ পিএম

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট- এর সভাপতি ও চ্যানেল এসের প্রধান প্রতিবেদক মঈনউদ্দিন মনজুর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেটের সাংবাদিক নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইমজার সহ-সভাপতি ইকবাল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদের পরিচালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মঞ্জু'র উপর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা।

হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা। সাংবাদিকনেতৃবৃন্দ বলেন, মনজু'র উপর হামলা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শান্তি নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক খবরপত্রের ব্যুারো প্রধান এম এ মতিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, দৈনিক দুনিয়া আখেরাতের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম এহিয়া, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আহবাব মুস্তফা খান, আনন্দবাজার‘র সিলেট প্রতিনিধি রেজাউল হক ডালিম, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক খালেদ আহমদ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, ইমজার যুগ্ম সাধারণ সম্পাদক টুনু তালুকদার, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মারুফ হাসান, স্টাফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন, প্রথম আলো প্রতিনিধি মানাউবী সিংহ, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার মাধব কর্মকার, শ্যামল সিলেটের মো. আজমল আলী, দেশ টিভির স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, শ্যামল সিলেটের ফটোগ্রাফার রেজা রুবেল, সমকালের পর্তুগাল প্রতিনিধি শাহ মোহাম্মদ তানভীর, ইমজার সাবেক ক্রীড়া সম্পাদক হাসান সিকদার সেলিম, এমসি কলেজ রিপোর্টার ইউনিটির আজহার উদ্দিন, সিলেট ভিউ‘র জুনেদ আহমদ চৌধুরী, ঢাকা পোস্টের মাসুদ আহমদ রনি, মো. আবদুল মুকিত তুহিন, দৈনিক ভোরের পাতার জাবেদ এমরান, আমাদের সময়ের একরাম হোসেন, আজকের দর্পণের আমজাদ হোসেন, মকসুদ হোসেন, সিলেট প্রতিদিন ২৪ ডটকমের বার্তা সম্পাদক এনামুল কবীর, দৈনিক জাতীয় অর্থনীতির সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান, জুনেদ আবদুল্লাহ গুলজার, চ্যানেল এস‘র ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিন রাজ, সূর্যাদয় যুব সংঘের সভাপতি মো. হাসান তালুকদার সোহেল, সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেন, সময় টিভির রিপোর্টার শাহ শরীফ উদ্দিন, আনন্দ টিভির বিপলু আহমদ, ফুজায়েল আহমদ, এম এ মুকিত, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দিন, সদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার বাবর উদ্দিন, মিনহাজুর রহমান রাহি, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুারো প্রধান মোশারফ হোসেন খান, সালাহ উদ্দিন মোহাম্মদ, ঢাকা টাইমসের শাদমান শাবাব, সাগর রায়, এসএনপি স্পোর্টস ২৪ ডটকমের আশিক উদ্দিন, দৈনিক একাত্তরের কথার জয়ন্ত কুমার দাস, একাত্তরের কথার মো. আশরাফ উল্লাহ ইমন, দৈনিক ভোরের আকাশের কামরুল ইসলাম মাহি, জাকারিয়া হোসেন, আরিফ আহমদ, শিপন চন্দ জয়, মো. ফারুক মিয়া, জনি কান্তপ্রমুখ।

গত ২৩ মে নগরীর চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি ও রড নিয়ে মনজুর উপর আকস্মিক হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ওসমানী হাসপাতালে। এঘটনায়, ২৫ মে নগরীর এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন আহত সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ