বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের মৌসুমী শ্রমিক ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধ, ঝুঁকি ভাতা, বিভাগীয় পদন্নতি প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং (ফটক সভা) করেছে শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে গেট মিটিং (ফটক সভা) করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে গেট মিটিংএ বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সমীর কুমার পাল, আবুল কালাম আজাদ, মতিউর রহমান ইউরেন্স, নাহিদুজ্জামান প্রমুখ।
এসময় বন্ধ চিনিকল সমূহ চালু করাসহ চিনিশিল্পকে দুর্নীতি মুক্ত করার দাবিও জানান বক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।