Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় হান্নান শাহ’র কুলখানী অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৯ পিএম

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র কুলখানী গতকাল শনিবার দুপুরে কাপাসিয়ার ঘাগটিয়ার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত বর্ষিয়ান নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র পরিবারের পক্ষ থেকে তার কনিষ্ঠ পুত্র শাহ রিয়াজুল হান্নানের দাওয়াতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ কুলখানীতে অংশগ্রহণ করেন। কুলখানীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নেতা হান্নান শাহ্’র ছোট ভাই বিচারপতি শাহ্ আবু নঈম মোমিনুর রহমান, সহধর্মিণী নাহিদ হান্নান, জ্যৈষ্ঠপুত্র রেজাউল হান্নান, কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান, কন্যা শারমিন সুমিসহ পরিবারের লোকজন উপস্থিত থেকে নেতার জন্য দোয়া করেন। উল্লেখ, গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ্ ইন্তেকাল করেন। গতকাল শনিবার দিনভর বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেতার কবর জিয়ারত করেন। হান্নান শাহ্’র কবরে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভীড়। এ সময় অনেকে আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ